Supervillain

I'll write myself off (off)
From the men you shared your lips with
Can't believe that I
Shared the last sip of my drink with you
Counting the stars until i die by myself

কত বড় শয়তান থেকে বেঁচে গেছি
আমাকে নিয়ে ছলনার ছিল না শেষ
একের পর এক মিথ্যে কে সত্য
বানিয়ে ধরে ছিলে কি এক ছদ্মবেশ

Don't make me lose my shit
Beggin for a second chance that don't exist
Not another stupid lie
Now go cry me a river and say goodbye
I'll empty the bottles until i die alone

কত বড় শয়তান থেকে বেঁচে গেছি
আমাকে নিয়ে ছলনার ছিল না শেষ
একের পর এক সাজানো নাটকের
অভিনয়ে তিলেতিলে করলে নিঃশেষ

কত সহস্র রাত নির্ঘুম কেটে যায়
একটু আলোর আশায়
দেখে নাও আরেকবার
চোখ মেলে আমাকে
চলে যাই...

কত বড় শয়তান থেকে বেঁচে গেছি
আমাকে নিয়ে ছলনার ছিল না শেষ
একের পর এক মিথ্যে কে সত্য
বানিয়ে ধরে ছিলে কি এক ছদ্মবেশ

কত বড় শয়তান থেকে বেঁচে গেছি
আমাকে নিয়ে ছলনার ছিল না শেষ
একের পর এক সাজানো নাটকের
অভিনয়ে তিলেতিলে করলে নিঃশেষ



Credits
Writer(s): Barakat Shovon
Lyrics powered by www.musixmatch.com

Link