Ami Ki Jani

তুমি আমি মিলে চলো মিষ্টি গল্প লিখি
পাশে থেকে চুপচাপ কথা বলা শিখি
রাতপরীরা নামে শুধু তুমি হেসে দিলে
মন্দ হয় না তোমার পাশে আমায় সাথে নিলে

আমি কি জানি যায় কোথায় এ জীবন
আমি কি জানি সব হারালাম কখন
তুমি ছাড়া সন্ধ্যে নামে না
বিনা মেঘে বৃষ্টি আসে না

আমার সামনে আসো যখন, কোথায় যে হারাই
না বলা ব্যথা, জমানো কথা শোনাই যে তোমায়
আমার সামনে আসো যখন, কোথায় যে হারাই
না বলা ব্যথা, জমানো কথা শোনাই যে তোমায়

অন্ধকারে চাঁদের আলোয় হালকা গানের সুরে
আলতো করে তাল মেলাবে হাত দিয়ে নূপুরে
সূর্য আলো করে যখন নরম এ বিছানা
আসবে আরো কাছে তুমি নতুন কোনো বাহানায়

আমি কি জানি যায় কোথায় এ জীবন
আমি কি জানি সব হারালাম কখন
তুমি ছাড়া পাখি ঘর ফেরে না
বন্দরে জাহাজ ভেড়ে না

আমার সামনে আসো যখন, কোথায় যে হারাই
না বলা ব্যথা, জমানো কথা শোনাই যে তোমায়
আমার সামনে আসো যখন, কোথায় যে হারাই
না বলা ব্যথা, জমানো কথা শোনাই যে তোমায়



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link