Tumi Nei Aaj Mone Pore

তুমি নেই আজ, মনে পড়ে
মন ভরে যায় ব্যথায়
মানে না মন পথ চেয়ে
তবু তোমারই আশায়

তোমার গানের স্নিগ্ধ সুরে
রয়েছো তুমি পৃথিবী জুড়ে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার

হে গুরুদেব, হে গুরুদেব
হে গুরুদেব, হে গুরুদেব

যুগে যুগে আজও রয়েছো তুমি
আমার পাশে বসে
এক পলকের একটু দেখা
তোমায় মনে পড়ে

যুগে যুগে আজও রয়েছো তুমি
আমার পাশে বসে
এক পলকের একটু দেখা
তোমায় মনে পড়ে

আকাশ কেন ডাকে যে আমায়
দীপ নেভানো রাতে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার

হে গুরুদেব, হে গুরুদেব
হে গুরুদেব, হে গুরুদেব

আমার মনের ময়ূর মহলে
বেদনার বালুচরে
দেখবো তোমায় দু'চোখ ভরে
রাতের প্রদীপ হয়ে

আমার মনের ময়ূর মহলে
বেদনার বালুচরে
দেখবো তোমায় দু'চোখ ভরে
রাতের প্রদীপ হয়ে

আমার আঁধার ভুবনে তুমি
ভরেছো চোখের জলে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার

হে গুরুদেব, হে গুরুদেব
হে গুরুদেব, হে গুরুদেব
হে গুরুদেব, হে গুরুদেব



Credits
Writer(s): Debnath Roy, Rudrasis Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link