EBAR MANUSH HOBO

ভাবছি এবার মানুষ হব
মানুষ হতে পারছি না
পারছি না ভাই পারছি না রে
পারছি না ভাই পারছি না
ভাবছি এবার মানুষ হবো
ভাবছি এবার মানুষ হবো

অমানুষের প্রকরণে
হাল টা তবু ছাড়ছি না

ভাবছি এবার মানুষ হব
মানুষ হতে পারছি না

এ কেমন ভাগ্য বলো
দিনেতেও দেখছি কালো
রাতেও পাখি উড়ছে না
উড়ছে না ভাই উড়ছে না
এ কেমন ভাগ্য বলো
দিনেতেও দেখছি কালো
রাতেও পাখি উড়ছে না
উড়ছে না ভাই উড়ছে না

ভাবছি এবার, মানুষ হবো
ভাবছি এবার, মানুষ হবো

অমানুষের প্রকরণে
হালটা তবু ছাড়ছি না

জন্ম নেবো, ভাবছি এবার
কিট রেশমেরই নামে
ঘুচে যাবে সব কলঙ্ক
এ রাধার কেষ্ট নামে
জন্ম নেবো, ভাবছি এবার
কিট রেশমেরই নামে
ঘুচে যাবে সব কলঙ্ক
এ রাধার কেষ্ট নামে

অমানুষের প্রকরণে
হালটা তবু ছাড়ছি না

ভাবছি এবার, মানুষ হবো
মানুষ হতে পারছি না

পারছি না ভাই, পারছি না রে
পারছি না ভাই পারছি না

ভাবছি এবার, মানুষ হব
ভাবছি এবার, মানুষ হব

অমানুষের প্রকরণে
হালটা তবু ছাড়ছি না



Credits
Writer(s): Karunamoy Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link