Gunijon

বলো শিক্ষিত কারে কয়?
যারা suit-boot সাজে অফিস যায়
সংস্কৃতির বড়াই করে আর
সাধারণ লোককে ঠকায়

ওহে গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন

তোমার ছেলে engineer
তোমার ছেলে ডাক্তার হয়
অর্থের জোরে এরাই আবার
ঘুষখোর সব officer হয়

গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন

বলো শিক্ষিত কারে কয়?
যারা suit-boot সাজে অফিস যায়
সংস্কৃতির বড়াই করে আর
সাধারণ লোককে ঠকায়

ওহে গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন

বেকারত্ব আমাকেও ছাড়েনি
হয়ে গেছি আমি জন্মের হারামি
বেঁচে আছে কিছু রাজা আর বাঁজারা
দিয়ে যাবে তারা নিয়মিত সাজাটা
আমি জানি যারা এই গান শুনবে
লজ্জায় আমাকেই গালি করবে
তবু আমি আজ চিৎকার করবো
সমাজকে কেচ্ছা তুলে ধরবো

বলো অশিক্ষিত কারে কয়?
যারা ফুটপাতে গা গড়ায়
খোলা আকাশের নীচে থাকে
আর ভীড় রাস্তাতে পিষে যায়

ওহে গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন

মনে রেখো আর সেই দিন দেরি নেই
ভগবান ঠিক বিচার তো করবেই
আমি জানি যারা এই গান শুনবে
বেশি বললে পুলিশেও ধরবে
তবু আমরা আজ এই হাল ছাড়িনি
প্রতিবাদ করা আজও তাই ভুলিনি

গুণীজন, ওহে গুণীজন
বলো গুণীজন, বলো গুণীজন

বলো শিক্ষিত কারে কয়?
যারা suit-boot সাজে অফিস যায়
সংস্কৃতির বড়াই করে আর
সাধারণ লোককে ঠকায়

ওহে গুণীজন, বলো গুণীজন
বলো গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন
ওহে গুণীজন, বলো গুণীজন



Credits
Writer(s): Priyotosh Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link