Choto Belay

ছোটবেলায় হাত ধইরা কইসিলো মোর মা-বাপ
পড়ালেহা না শিখলে করবা পরে অনুতাপ
কোথায় গেল মনের আশা, কোথায় আমার মা-বাপ
পড়ালেহা শিখ্যা অহন করতাসি যে অনুতাপ

ছোটবেলায় হাত ধইরা কইসিলো মোর মা-বাপ
পড়ালেহা না শিখলে করবা পরে অনুতাপ

পড়ালেহার পাট চুকাইয়া যহন আমি চাকরী চাই
চোক্ষে বাঁধে "No Vacancy", কোনোখানেই চাকরী নাই
পড়ালেহার পাট চুকাইয়া যহন আমি চাকরী চাই
চোক্ষে বাঁধে "No Vacancy", কোনোখানেই চাকরী নাই

চাকরী আমি পাই না কারণ আমার ভালো backing নাই
শিক্ষাগত যোগ্যতার আজ কোনোখানেই দাম নাই
কোথায় গেল মনের আশা, কোথায় আমার মা-বাপ
পড়ালেহা শিখ্যা অহন করতাসি যে অনুতাপ

সবাই বলে ছাত্ররা যে দেশের অদূর ভবিষ্যৎ
ছাত্রজীবন শেষ কইরা দেই যে অহন নাকে খৎ
সবাই বলে ছাত্ররা যে দেশের অদূর ভবিষ্যৎ
ছাত্রজীবন শেষ কইরা দেই যে অহন নাকে খৎ

জীবন আমার কাটে অহন গাঁজার টানে আকাশে
বিদ্যাগুলি উড়াই গাঁজায়, বিদ্যা উড়ে বাতাসে
কোথায় গেল মনের আশা, কোথায় আমার মা-বাপ
পড়ালেহা শিখ্যা অহন করতাসি যে অনুতাপ

ছোটবেলায় হাত ধইরা কইসিলো মোর মা-বাপ
পড়ালেহা না শিখলে করবা পরে অনুতাপ
কোথায় গেল মনের আশা, কোথায় আমার মা-বাপ
পড়ালেহা শিখ্যা অহন করতাসি যে অনুতাপ



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link