Rajneeti

হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পিছন পকেট সদাই গরম, গলাবাজির আছে যে সাঁই (আছে যে সাঁই)
হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পিছন পকেট সদাই গরম, গলাবাজির আছে যে সাঁই (আছে যে সাঁই)
এ মন হায়
একবার দুইবার নেতা হইতে চায়
এ মন হায়
একবার দুইবার নেতা হইতে চায়
শুনছি নাকি নেতারা সব air condition খায়
এ মন হায়
একবার দুইবার নেতা হইতে চায়
হরতাল-মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পিছন পিছন আছি আমি, কোনো কিছুর ভরসা নাই (ভরোসা নাই)
হরতাল-মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পিছন পিছন আছি আমি, কোনো কিছুর ভরসা নাই (ভরোসা নাই)
বিশ্রামেতে যাইয়া নেতা স্বপ্নে চোখ বুলায়
বঙ্গভবন যাইতে নেতা Mercedes চালায়
বাইরে গরম চলতে আছে, সেখানে ছাড় নাই
মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকাই
বড় সাধ একবার আমি minister হবো
বড় সাধ একবার আমি minister হবো
মিনিস্টারি না পাইলেও MP হবো
বড় সাধ একবার আমি minister হবো
Election-এ দাঁড়াইবেন ভাই, শিক্ষাগত যোগ্যতা চাই
Primary পাশ না হইলে sir হইয়া যাইবেন disqualify (disqualify)
Election-এ দাঁড়াইবেন ভাই, শিক্ষাগত যোগ্যতা চাই
Primary পাশ না হইলে sir হইয়া যাইবেন disqualify (disqualify)
দেশের সেবা করবো বলে দাঁড়াইছি ভাই দলে দলে
খুন খারাবি দোষ তাতে কি? রায়টা আমার পক্ষে যে চাই
গণপতি কবে হবো? Swiss ব্যাংকে নোট জমাবো
হর-হামেশা চিন্তা শুধু বিনা লাভে দিন বুঝি যায় (দিন বুঝি যায়)
এবার কন
কার কি মনে চায় একটা বার হুনতাম
এবার কন
কার কি মনে চায় একটা বার হুনতাম
কপাল গুণে যদি দেশের গদিটা পাইতাম
এবার কন
কার কি মনে চায় একটা বার হুনতাম
একশ' কথার এক কথা ভাই, বলতে মোদের দোষ কিছু নাই
বক্তিমাতে যেমন তেমন, কাম-করণের নাইকো বালাই (নাইকো বালাই)
একশ' কথার এক কথা ভাই, বলতে মোদের দোষ কিছু নাই
বক্তিমাতে যেমন তেমন, কাম-করণের নাইকো বালাই (নাইকো বালাই)
ঝড় বৈন্যাতে ভাইসা গেছে, বৈদেশি ডলার আইসাছে
ডুবতে আছে কোন গুদামে, আমরা কিন্তু কিছু দেখিনাই (কিছু দেখিনাই)
দুঃখে মোদের দিন কাটে যে, এই বিভাগে নাই কিছু নাই
খুলনাবাসীর varsity কি এই জনমে হইবে জিগাই (হইবে জিগাই)
বিচার নাই এই দেশেতে, তোমরা সবে গাও
বিচার নাই এই দেশেতে, তোমরা সবে গাও
আমরিকাতে লাগতে পারে, immigration দাও
বিচার নাই এই দেশেতে, আমরা সবে গাই
আমরিকাতে যাবো মোরা, immigration চাই
বিচার নাই এই দেশেতে, আমরা সবে গাই
আমরিকাতে যাবো মোরা, immigration চাই
বিচার নাই এই দেশেতে, আমরা সবে গাই
আমরিকাতে যাবো মোরা, immigration চাই
বিচার নাই এই দেশেতে, আমরা সবে গাই
আমরিকাতে যাবো মোরা, immigration চাই
বিচার নাই এই দেশেতে, আমরা সবে গাই



Credits
Writer(s): Mejbah Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link