Garob Mamo Horechho Prabhu

গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ
কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ
গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি
তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ

গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ

জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে
নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ
জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে
নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ

তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি
তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি
তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ

গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ
কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ
গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link