Haste Dekho

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনল না
বোঝে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনল না
এই আমাকে
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম
বোঝে না কেউ তো চিনল না
বোঝে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনল না
এই আমাকে
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা



Credits
Writer(s): Tamzeed Omar Bin Sharif
Lyrics powered by www.musixmatch.com

Link