Sokhi Amr

দূর থেকে তোমার চলে যাওয়া দেখেছি আজ আমি
বিয়ের সাজে অন্যের পাশে মানিয়েছো তুমি
দূর থেকে তোমার চলে যাওয়া দেখেছি আজ আমি
বিয়ের সাজে অন্যের পাশে মানিয়েছো তুমি

সখী আমার, আজ রাতেই হইবা অন্যজনার
সখী আমার, আজ রাতেই হইবা অন্যজনার

ও, রঙিন সাজে অন্যের পাশে থাকবা যে তুমি
ভাবতেই জলে চোখ ভিজে যায়, থাকবো কেমনে আমি?
ও, রঙিন সাজে অন্যের পাশে থাকবা যে তুমি
ভাবতেই জলে চোখ ভিজে যায়, থাকবো কেমনে আমি?

কারে তুমি আজ থেকে বলবা ভালোবাসি?
কার চোখেতে চোখ রাখিয়া দিবা হাসি?

সখী আমার, আজ রাতেই হইবা অন্যজনার
সখী আমার, আজ রাতেই হইবা অন্যজনার



Credits
Writer(s): Din Islam Sharuk, Ornob Foysal
Lyrics powered by www.musixmatch.com

Link