Sudhasagor Tire Hey

সুধাসাগরতীরে হে
এসেছে নরনারী সুধারসপিয়াসে
সুধাসাগরতীরে হে

শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী
শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী
নিখিল গাহে আজি আকুল আশ্বাসে

সুধাসাগরতীরে হে

গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা
মধুর বহে তব কৃপাসমীরণ
গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা
মধুর বহে তব কৃপাসমীরণ
আনন্দতরঙ্গ উঠে দশ দিকে
আনন্দতরঙ্গ উঠে দশ দিকে
মগ্ন প্রাণ মন অমৃত-উচ্ছ্বাসে

সুধাসাগরতীরে হে
এসেছে নরনারী সুধারসপিয়াসে
সুধাসাগরতীরে হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link