Boshonto Bohilo

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে

বাঁশের ও বাঁশরী সখি, সরল কাঠের বাঁশি রে
বাঁশের ও বাঁশরী সখি, সরল কাঠের বাঁশি রে
বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে
বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে

ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে
ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে
আইলো রে করমা পরব, কার সঙ্গে নাচিব রে
আইলো রে করমা পরব, কার সঙ্গে নাচিব রে

কার সঙ্গে নাচিব সখি, শাড়ী শাঁখা নাই রে
কার সঙ্গে নাচিব সখি, শাড়ী শাঁখা নাই রে
আইলো রে করমা পরব, কার সঙ্গে নাচিব রে
আইলো রে করমা পরব, কার সঙ্গে নাচিব রে

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে

এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link