Era Porke Apon Kore

এরা পরকে আপন করে, আপনারে পর
এরা পরকে আপন করে, আপনারে পর
বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর
এরা পরকে আপন করে, আপনারে পর

ভালোবাসে সুখে-দুখে, ব্যথা সহে হাসিমুখে
ভালোবাসে সুখে-দুখে, ব্যথা সহে হাসিমুখে
মরণেরে করে চিরজীবন নির্ভর

এরা পরকে আপন করে, আপনারে পর
বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর
এরা পরকে আপন করে, আপনারে পর

ভালোবাসে সুখে-দুখে, ব্যথা সহে হাসিমুখে
ভালোবাসে সুখে-দুখে, ব্যথা সহে হাসিমুখে
মরণেরে করে চিরজীবন নির্ভর

এরা পরকে আপন করে, আপনারে পর
এরা পরকে আপন করে, আপনারে পর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link