Tumi Poritechho Heshe

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার
যৌবনসমুদ্রমাঝে কোন পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার

উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার

মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এসো কাছে যাও দূরে শতলক্ষবার

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার

কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-'পরে
গোপন শিহিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত করে

নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে
পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর
তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link