Jhakra Chuler Meyer Kotha

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি
কোন দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ কিছু তার আলুথালু
আপনা-'পরে অনাদরে ধুলায় মলিনী
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি

হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই
দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই
পাগলামি তার কানায় কানায়, খেয়াল দিয়ে খেলা বানায়
পাগলামি তার কানায় কানায়, খেয়াল দিয়ে খেলা বানায়
উচ্চহাসে কলভাষে কলকলিনী

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি

দেখা হলে যখন-তখন বিনা অপরাধে
মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে
শাসন করতে যেমন ছুটি, হঠাৎ দেখি ধুলায় লুটি
শাসন করতে যেমন ছুটি, হঠাৎ দেখি ধুলায় লুটি
কাজল আঁখি চোখের জলে ছলছলিনী

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি

আমার সঙ্গে ৫০ বার জন্মশোধের আড়ি
কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি
ডাকলে তারে "পুঁটলি" বলে সাড়া দিত মর্জি হলে
ডাকলে তারে "পুঁটলি" বলে সাড়া দিত মর্জি হলে
ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি
ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link