Sonar Pinjor Bhangiye

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক

সে যে হেথা গান গাহে না
সে যে মোরে আর চাহে না
সে যে হেথা গান গাহে না
সে যে মোরে আর চাহে না
সুদূর কানন হইতে সে যে
শুনেছে কাহার ডাক
পাখিটি উড়িয়ে যাক

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক

মুদিত নয়ন খুলিয়ে আমার
সাধের স্বপন যায় রে যায়
হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া
দিয়েছিনু তার বাহুতে বাঁধিয়া
আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া
ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়
সাধের স্বপন যায় রে যায়

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক

যে যায় সে যায়, ফিরিয়ে না চায়
যে থাকে সে শুধু করে হায়-হায়
নয়নের জল নয়নে শুকায়
মরমে লুকায় আশা

বাঁধিতে পারে না আদরে সোহাগে
রজনী পোহায়, ঘুম হতে জাগে
হাসিয়া কাদিয়া বিদায় সে লহে
আকাশে তাহার বাসা

যায় যদি তবে যাক
একবার তবু ডাক
কী জানি যদি রে প্রাণ কাঁদে তার
তবে থাক, তবে থাক

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
প্রাণের পাখিটি উড়িয়ে যাক



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link