Kaaj Bholabar Ke Go

কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা
কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা
রঙিন সাজে কে যে পাঠায়
কোন সে ভুবন-মনো-চোরা
কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা

কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে
কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও রসের সুধা-ঝোরা

কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা

স্বপন-তরীর তোরা নেয়ে
লাগল প্রাণে নেশার হাওয়া
পাগলা পরান চলে গেয়ে
স্বপন-তরীর তোরা নেয়ে

কোন উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে
কোন উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা

কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা
কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা
কাজ ভোলাবার কে গো তোরা, কে গো তোরা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link