Padmaboti

পদ্মাপারের পদ্মাবতী, কী সুন্দর মুখখান
তোমার কী সুন্দর মুখখান
দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ
আরে, দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ

পদ্মাপারের রাখাল, তুমি কী যে কথা কও
তুমি কী যে কথা কও
রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও
তুমি রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও

ডাগর ডাগর নয়নদুটি, দিঘল কালো কেশ
গালেতে তিলকের ফোঁটা দেইখা আমি শেষ
কী যে কথা বলো আমি লাজে মইরা যাই
হাত ছেড়ে দাও, বেলা থাকতে বাড়ি ফিরা যাই

লজ্জাবতী পদ্মাবতী আসমানেরই চান
তুমি আসমানেরই চান
দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ
আরে, দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ

পদ্মাপারের রাখাল, তুমি কী যে কথা কও
তুমি কী যে কথা কও
রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও
তুমি রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও

কবে তুমি বউ সাজিয়া যাইবা আমার বাড়ি
লাল ফিতাতে চুল বান্ধিয়া পরিয়া লাল শাড়ি
যেদিন তুমি বর সাজিয়া আইবা আমার বাড়ি
বউ সাজিয়া যাবো সেদিন চইড়া গরুর গাড়ি

লজ্জাবতী পদ্মাবতী আসমানেরই চান
তুমি আসমানেরই চান
দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ
আরে, দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ

পদ্মাপারের রাখাল, তুমি কী যে কথা কও
তুমি কী যে কথা কও
রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও
তুমি রাখালিয়া বাঁশির সুরে পরান কেড়ে নাও

পদ্মাপারের পদ্মাবতী, কী সুন্দর মুখখান
তোমার কী সুন্দর মুখখান
দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ
আরে, দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মন-প্রাণ



Credits
Writer(s): Ranok Rayhan
Lyrics powered by www.musixmatch.com

Link