Keno Nibe Gelo Bati

কেন নিবে গেল বাতি
আমি অধিক যতনে ঢেকেছিনু তারে
জাগিয়া বাসররাতি
তাই নিবে গেল বাতি

কেন ঝরে গেল ফুল
আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে
চিন্তিত ভয়াকুল
তাই ঝরে গেল ফুল

কেন মরে গেল নদী
আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে
পাইবারে নিরবধি
তাই মরে গেল নদী

কেন ছিঁড়ে গেল তার
আমি অধিক আবেগে প্রাণপণ বলে
দিয়েছিনু ঝঙ্কার
তাই ছিঁড়ে গেল তার

তাই ছিঁড়ে গেল তার
তাই ছিঁড়ে গেল তার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link