Jagoter Purohit Tumi

জগতের পুরোহিত তুমি, তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে
জগতের পুরোহিত তুমি, তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে
জগতের পুরোহিত তুমি

ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায়
ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায়
মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে চায়

জগতের পুরোহিত তুমি

পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়
তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয়
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে

জগতের পুরোহিত তুমি

জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল
প্রেমের বাতাস বহিতেছে, ছুটিতেছে প্রেমপরিমল
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়
মহেশের প্রেমের জগতে প্রেমের হইল আজি জয়

জগতের পুরোহিত তুমি, তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে
জগতের পুরোহিত তুমি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link