Bhoyere Mor Aghat Koro

ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ
কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ

বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে
বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে
নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ

ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ

এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক
মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন
তাহার 'পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ
তাহার 'পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ
তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন

ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link