Dekhaye De Kotha Achhe

দেখায়ে দে কোথা আছে একটু বিরল
এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে
বলো দেখি কোন প্রাণে ঢালিব গরল
দেখায়ে দে কোথা আছে একটু বিরল

কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ
কত কষ্টে করেছিনু অশ্রুবারি রোধ
কিন্তু পারি নে যে সখা, যাতনা থাকে না ঢাকা
মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল

দেখায়ে দে কোথা আছে একটু বিরল

ব্যথায় পাইয়া ব্যথা যদি গো শুধাতে কথা
অনেক নিভিত তবু এ হৃদি-অনল
কেবল উপেক্ষা সহি বলো গো কেমনে রহি
কেমনে বাহিরে মুখে হাসিব কেবল

দেখায়ে দে কোথা আছে একটু বিরল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link