Ekmone Tor Ektarate

একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটি বাজা
একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটি বাজা
ফুলবনে তোর একটি কুসুম
তাই নিয়ে তোর ডালি সাজা
ফুলবনে তোর একটি কুসুম
তাই নিয়ে তোর ডালি সাজা

একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটি বাজা
একমনে তোর একতারাতে

যেখানে তোর সীমা সেথায়
আনন্দে তুই থামিস এসে
যে কড়ি তোর প্রভুর দেওয়া
সেই কড়ি তুই নিস রে হেসে
যেখানে তোর সীমা সেথায়
আনন্দে তুই থামিস এসে
যে কড়ি তোর প্রভুর দেওয়া
সেই কড়ি তুই নিস রে হেসে

লোকের কথা নিস নে কানে
ফিরিস নে আর হাজার টানে
লোকের কথা নিস নে কানে
ফিরিস নে আর হাজার টানে
যেন রে তোর হৃদয় জানে
হৃদয়ে তোর আছেন রাজা
যেন রে তোর হৃদয় জানে
হৃদয়ে তোর আছেন রাজা
একতারাতে একটি যে তার
আপন মনে সেইটি বাজা

একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটি বাজা
একমনে তোর একতারাতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link