Dhire Bondhu Go Dhire Dhire

ধীরে বন্ধু গো ধীরে ধীরে
চলো তোমার বিজন মন্দিরে
ধীরে বন্ধু গো ধীরে ধীরে

জানি নে পথ, নাই যে আলো
ভিতর বাহির কালোয় কালো গো
তোমার চরণশব্দ বরণ করেছি
আজ এই অরণ্যগভীরে

ধীরে বন্ধু গো ধীরে ধীরে
চলো অন্ধকারের তীরে তীরে
ধীরে বন্ধু গো ধীরে ধীরে
চলব আমি নিশীথরাতে
তোমার হাওয়ার ইশারাতে গো
তোমার বসনগন্ধ বরণ করেছি
আজ এই বসন্তসমীরে

ধীরে বন্ধু গো ধীরে ধীরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link