Pantho Pakhir Rikto Kulay

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে

বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ
বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ
সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে

চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর
চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর

সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে
রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link