Sanyasi Dhyane Nimagno

সন্ন্যাসী
ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত
বাহিরে যে তব লীন হল সব বিত্ত
রসহীন তরু, নিষ্ঠুর মরু
বাতাসে বাজিছে রুদ্র ডমরু
ধরা-ভাণ্ডার রিক্ত

সন্ন্যাসী

জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে
জাগো স্থলে জলে ফুলে ফুলে পল্লবে
চপল চরণ ফেলো হে
জাগো জাগো গানে গানে, নব নব তানে
জাগাও উদাস হতাশ পরানে
উদার তোমার নৃত্য, জাগাও

সন্ন্যাসী
ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত
বাহিরে যে তব লীন হল সব বিত্ত
রসহীন তরু, নিষ্ঠুর মরু
বাতাসে বাজিছে রুদ্র ডমরু
ধরা-ভাণ্ডার রিক্ত

সন্ন্যাসী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link