Chirosokha Chhero Na More

চিরসখা হে
ছেড়ো না মোরে ছেড়ো না

সংসারগহনে নির্ভয়নির্ভর
নির্জনসজনে সঙ্গে রহো

চিরসখা হে
ছেড়ো না মোরে ছেড়ো না

অধনের হও ধন, অনাথের নাথ হও হে
অবলের বল
অধনের হও ধন হে
অধনের হও ধন, অনাথের নাথ হও হে
অবলের বল
জরাভারাতুরে নবীন করো
হে সুধাসাগর

চিরসখা হে
ছেড়ো না মোরে ছেড়ো না

সংসারগহনে নির্ভয়নির্ভর
নির্জনসজনে সঙ্গে রহো

চিরসখা হে
ছেড়ো না মোরে ছেড়ো না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link