Hridoy Aboron Khule Gelo

হৃদয়-আবরণ খুলে গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়
হৃদয়-আবরণ খুলে গেল
অন্তরে বাহিরে হেরিনু তোমারে
লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে
হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়
হৃদয়-আবরণ খুলে গেল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link