Ore Bakul Parul Ore

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
কোনখানে আজ পাই
এমন মনের মতো ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
কোনখানে আজ পাই
এমন মনের মতো ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন
ওরে বকুল, পারুল

সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন

ওরে বকুল, পারুল

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
আকাশ নিবিড় করে
তোরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
আকাশ নিবিড় করে
তোরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন

অকুল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
কোনখানে আজ পাই
এমন মনের মতো ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন
ওরে বকুল, পারুল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link