I Feel High

টাইনা ধুমা ছাড়ি বাতাশে
উড়ে যাই আমি আকাশে।
দিন শেষে মঝমা জমাই
ভাই ব্রাদার সব এক সাথে।
সাধক আমি সাধন করি
তৈরি মাল রেডিমেট।
বাংলা Rap এর পিনিকে তর্ক খুজে বানায় সেন্ডিকেট।
তারপর পিনিকের আসর বহায় পোলা রাস্তাঘাটে
টানের উপর টান মাইরা পোলা ওহন ফুল পার্টে।
আর ২৪ ঘন্টা তুই হুনতাছস আমারি গান
লে ভাজান বহুত হয়ছে ওহন একটু গাঞ্জা টান।

টাইনা তুই হারাই যা,
মেঘের উপারে চইল্লা যা।
যত খাবি কম কম লাগে তাইলে গলা ভইরা খা
দুইবেলা সিদ্ধি-তিন বেলা কলকি
চার বেলা খাইয়া চোখে মুখে লাগে বেল্কি।
আর ভাইও চাস কি?
এ গান টা হুইনা তোরা সবাই মাথা ঝাকাবি।
খাতা কলমে লেখা কথা
তারপরে দেখ পাল্টাই দি মাত্রা।
আর এখনি তোরা সব ভাইয়া
পিনিকে মাত্র করলাম যাত্রা।
দেখ ওই পোলা কেমনে টানে
মনে মনে হের্টারস দিন গনে।
খেলা পুরা দমে শুরু কইরা দিসি ভাইয়া গাঞ্জা টানে।

Hooks
সাধনে আসরে চিপাতে গলি তে পোলাপাইন সব থাকে এক সাথে এক সাথে।
ভাই ব্রাদার সব গুলা গোল কইরা ডান থেইক্কা বাম। বাম থেইক্কা ডান



Credits
Writer(s): Dx Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link