DUI Banglar Praner Gaan Amar Sonar Bangla Tumi

আমার সোনার বাংলা তুমি
বারেবারে আমায় তুমি ধরা দাও
ওগো, আমায় ছুঁয়ে যাও
আমার সোনার বাংলা তুমি
বারেবারে আমায় তুমি ধরা দাও
ওগো, আমায় ছুঁয়ে যাও

আমি যত দূরে থাকি তবু
দেখি দু'চোখ মেলে
আমি যত দূরে থাকি তবু
দেখি দু'চোখ মেলে
তুমি কাছে এলে, ওগো
তুমি কাছে এলে

আমার সোনার বাংলা তুমি

ধন ধান্যে পুষ্পে ভরা
আমার জন্মভূমি
বুকের ভিতর তেমন আছো
যেমন ছিলে তুমি
ওগো, তেমন আছো তুমি

ধন ধান্যে পুষ্পে ভরা
আমার জন্মভূমি
বুকের ভিতর তেমন আছো
যেমন ছিলে তুমি
ওগো, তেমন আছো তুমি

সেই শহীদ মিনার, ২১ শে ফেব্রুয়ারি
সেই শহীদ মিনার, ২১ শে ফেব্রুয়ারি
রক্তে রাঙানো সে দিন ভুলতে কি পারি?
ওগো, ভুলতে কি পারি?

আমার সোনার বাংলা তুমি

আজও আমার মন উতলা
বাংলা মায়ের টানে
ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে
মাগো, শোনাও কানে কানে

আজও আমার মন উতলা
বাংলা মায়ের টানে
ছোট্টবেলার গল্প তুমি শোনাও কানে কানে
মাগো, শোনাও কানে কানে

আমার স্বপ্নে থাকো, থাকো জাগরণে
আমার স্বপ্নে থাকো, থাকো জাগরণে
শত কাজের ফাঁকে আমার বাংলা মনের কোণে
আমার বাংলা মনের কোণে, আমার

আমার সোনার বাংলা তুমি
বারেবারে আমায় তুমি ধরা দাও
ওগো, আমায় ছুঁয়ে যাও

আমি যত দূরে থাকি তবু
দেখি দু'চোখ মেলে
আমি যত দূরে থাকি তবু
দেখি দু'চোখ মেলে
তুমি কাছে এলে, ওগো
তুমি কাছে এলে

আমার সোনার বাংলা তুমি



Credits
Writer(s): Debaprasad Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link