Ami Etim Bole

আমি এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও

আমি এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও

নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর
নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর
আমার মত কপাল পোড়া নেই তো ভবে আর
নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর
নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর
আমার মত কপাল পোড়া নেই তো ভবে আর

তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত
মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ

আমি এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও

জীবন চলার পথে রয় যে আপন পর
জীবন চলার পথে রয় যে আপন পর
এই জীবনে রইলা না মোর আপন কোন ঘর
জীবন চলার পথে রয় যে আপন পর
এই জীবনে রইলা না মোর আপন কোন ঘর

তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত
মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ
এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ

আমি এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম হয়ে কাঁদি না কেন
তোমরা বলতে পার?
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও



Credits
Writer(s): Selim Sani
Lyrics powered by www.musixmatch.com

Link