Tomar Shohor

মনের মতো সাজাও তুমি
নতুন আলোয় তোমার শহর
সবুজ ছেড়ে শুকনো পাতা
ঝরে পড়ে সেই প্রান্তর

মনের মতো সাজাও তুমি
নতুন আলোয় তোমার শহর
সবুজ ছেড়ে শুকনো পাতা
ঝরে পড়ে সেই প্রান্তর

মেঘের ঘামে বৃষ্টি ছিল
খুলে দেখো ইচ্ছে হলে
সন্ধ্যা হবে শহর জুড়ে
রাতের প্রহর আসবে বলে

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর

আধার এলো তোমার নীড়ে
একটু আলো নেবে কি চেয়ে
হাওয়ায় উড়ে আসছে দেখো
শুকনো পাতার সবুজ ধেয়ে

মেঘের ছায়ায় ঢাকলো শহর
রং বদলায় সেই প্রান্তর
অচিন নগরে উড়ে গিয়ে
গুনবে নতুন আশার প্রহর

মেঘের ঘামে বৃষ্টি ছিল
খুলে দেখো ইচ্ছে হলে
সন্ধ্যা হবে শহর জুড়ে
রাতের প্রহর আসবে বলে

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর

শুকনো সেই পাতার মাঝে
তোমার সব ভাবনা সাজে (হাহা)
শহর আজ কেঁপে উঠে
নতুন সুর বেজে উঠে
তোমার নিয়মে তৈরী শহর
ডুবে যেতে পারে বৃষ্টি হলে
অদ্ভুত ভাবনা মনেরই সীমানায়

মেঘের ঘামে বৃষ্টি ছিল
খুলে দেখো ইচ্ছে হলে
সন্ধ্যা হবে শহর জুড়ে
রাতের প্রহর আসবে বলে

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর

জোছনা দিয়ে আজ ভরে যাবে
তোমার গড়া সেই পথের শহর
ইচ্ছেমতো রাঙাও তুমি
ধুলো জমা সেই প্রান্তর (oh yeah)



Credits
Writer(s): Mashikur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link