Tomake Cheyechi Sevabe

সেজন এমন ছায়ার মতন
রোদের আদর মাখে গালে
সেজন তেমন উজল এমন
বিষাদ মেখেছে যাপনে
সহজ সেজন মায়ার মতন
স্বজন বেঁধেছে আঁচলে

যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে
রূপবতী শোক হয়ে যায়
যেভাবে আখর সাঁঝের প্রদীপে
গেরস্থালী খুঁজে পায়

তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে

তুমিও কি তাই রাত হয়ে যাও
চাঁদ ছোঁয়া নীল অবসাদ হয়ে যাও
তোমারও কি তাই বুক ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়

যেভাবে বাড়ে সুখ অভিসারে
প্রেম খোঁজে প্রিয় ডাকনাম
যেভাবে মেশে পরাগ বাতাসে
পথ ভোলে নাবিকের গান

তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে

তুমিও কি তাই রাত হয়ে যাও
চাঁদ ছোঁয়া নীল অবসাদ হয়ে যাও
তোমারও কি তাই বুক ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়



Credits
Writer(s): Koushik Roy, Subhrajit Panda
Lyrics powered by www.musixmatch.com

Link