Hotath Dekhe

হঠাৎ দেখে চমকে
নির্বাক হয়ে গেছি থমকে
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা

হঠাৎ দেখে চমকে
নির্বাক হয়ে গেছি থমকে
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা

কথা তার হয়েছে গান
ছুঁয়ে যায় আমার এ প্রাণ
কথা তার হয়েছে গান
ছুঁয়ে যায় আমার এ প্রাণ
ফুঠেছে গোলাপ বকুল
ফুঠেছে গোলাপ বকুল
মল্লিকা আর হাসনাহেনা

মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা

এ দেখায় হলো কি ভুল
হারালাম আমার দু'কূল
এ দেখায় হলো কি ভুল
হারালাম আমার দু'কূল
এই মন তোমায় পেলে
এই মন তোমায় পেলে
হৃদয় দিয়ে শুধবে দেনা

মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা

হঠাৎ দেখে চমকে
নির্বাক হয়ে গেছি থমকে
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা

মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা
মনে হলো তুমি যেন
অনেক দিনের চেনা



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link