Theke Jeyo

মুছে দেখ
চশমা গুলো টাকে
আসলে আছে
কে কার রূপ নিয়ে
ভুলে যেও না
ধরে দেখতে তাকে
আজও আছে, কী না

তাও যদি বুঝতে না পেরে
কে যে দাড়িয়ে
দু হাত ধরে পেতে
তবুও যদি অচেনা লাগে
এগিয়ে যাও

আর সামনে আগানো
যদি ঝুঁকিপূর্ণ হয়
পিছে ফিরে তাকানো
যেন সব রঙে মিশে যায়

এখন সব কালো
আর নেই আলো
তাও থেকে যেও
আমায় ফেলে রেখে যেও না
দেখি স্বপ্ন

চোখ মিলিয়ে
আজ চলে গেলে
তখনই মনে হয় যে
আর কী দেখা হবে?

আর সামনে আগানো
যদি ঝুঁকিপূর্ণ হয়
পিছে ফিরে তাকানো
যেন সব রঙে মিশে যায়

এখন সব কালো
আর নেই আলো
তাও থেকে যেও
আমায় ফেলে রেখে যেও না
দেখি স্বপ্ন



Credits
Writer(s): Mohammad Jawad Abdullah
Lyrics powered by www.musixmatch.com

Link