Dokhin Haoa Jago

দখিন হাওয়া জাগো জাগো
জাগাও জাগাও জাগাও আমার সুপ্ত এ প্রাণ
আমি বেণু আমার শাখায়
নীরব-যে হায় কত-না গান
জাগো জাগো
দখিন হাওয়া জাগো জাগো

ধীরে ধীরে ধীরে বও
ওগো উতল হাওয়া
নিশীথরাতের বাঁশি বাজে
শান্ত হও গো, শান্ত হও
ওগো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও
ওগো উতল হাওয়া

পথের ধারে আমার কারা
ওগো পথিক বাঁধনহারা
পথের ধারে আমার কারা
ওগো পথিক বাঁধনহারা
নৃত্য তোমার চিত্তে আমার
মুক্তিদোলা করে যে দান
জাগো জাগো

দখিন-হাওয়া জাগো জাগো

আমি প্রদীপশিখা তোমার লাগি
ভয়ে ভয়ে একা জাগি
প্রদীপশিখা তোমার লাগি
ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে-কানে
মনের কথা কানে-কানে মৃদু মৃদু কও
কও গো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও
ওগো উতল হাওয়া

গানের পাখা যখন খুলি
বাধা বেদন তখন ভুলি
গানের পাখা যখন খুলি
বাধা বেদন তখন ভুলি

তোমার দূরের গাথা
তোমার বনের বাণী
ঘরের কোণে দেহো আনি
তোমার দূরের গাথা
তোমার বনের বাণী

যখন আমার বুকের মাঝে
তোমার পথের বাঁশি বাজে
যখন আমার বুকের মাঝে
তোমার পথের বাঁশি বাজে
বন্ধভাঙার ছন্দে আমার
মৌন-কাঁদন হয় অবসান
জাগো জাগো

দখিন হাওয়া জাগো জাগো
জাগাও জাগাও জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমার কিছু কথা আছে
ভোরের বেলার তারার কাছে
আমার কিছু কথা আছে
ভোরের বেলার তারার কাছে
সেই কথাটি তোমার কানে
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও
লও ওগো উতল হাওয়া

ধীরে ধীরে ধীরে বও
ওগো উতল হাওয়া



Credits
Writer(s): Rabindranath Tagore, Sudeshna Basu
Lyrics powered by www.musixmatch.com

Link