Without You

Without You
আমি একা হয়ে গেছি
বিস্বাস করো বা না করো
আজো তোমায় ভালোবাসি।
তোমায় ছাড়া আমার একাকীত্ব নিঃসঙ্গ এ জীবন।
আমি থাকতে চাই না বেঁচে তোমায় ছাড়া ভালো মরন
এই আমার হাসি কান্না সব কিছু তোমার নামে লেখা।
আমার অন্তর আত্যা সব কিছু চাই কেনো তোমার দেখা?
কেনো কি ভুল ছিলো আমার?
কেনো তুমি চলে গেলে?
একদিন ঠিকি খুজবে আমায় চিরতরে হারালে
তোমার স্মৃতি ফেলে দিয়ে আমি হয়ে যাবো বিলিন।
তোমার সাদা স্বপ্ন গুলো হয়তো ভাবছো তুমি রঙ্গিন!
বিবেকের কাছে বন্দি তুমি
বাস্তবের কাছে অপরাধী।
তুমি তখনো ছিলে অন্যের রানী
আমি হয়নি প্রতিবাধী!
আমার ভালোবাসার মানে তুমি কখনো বুঝো নি
তাইতো হারিয়ে যাওয়ার পরে কোন দিন খুজো নি।
হয়তো এটা ছিলো অনেক কিছু তোমার কাছে পাওয়ার।
তুমি থাকো নিজে ভালো
আমার সময় হয়েছে যাওয়ার।
Varse 2
তোমার আশায় আশায় এ পাগলটা আজো দিন গুনে
তোমার সেই স্মৃতি থেকে ভেসে আসা কথা শুনে
তোমায় আজো ভালোবাসে
আমি তোমায় কষ্ট দিতে চাইনা।
তুমি যাও অন্যের সাথে
তোমায় আর কাছে চাই না।
তুমি যাও যেখানে খুশি
তোমায় মুক্ত করে দিলাম।
বিনিময়ে যত কষ্ট আমি নিয়ে নিলাম!
আমি অবুঝ পথের পথিক
নিঃসঙ্গ মনের অধিকারী।
হয়তো এটাই ছিলো লেখা
গল্পের এখানে দাড়ি।
আমি ভুলতে চাই তোমায়
কিন্তু ভুলতে পারি নাই।
আজো অন্ধকারে সেই স্মৃতি হাতরে বেড়াই
আমি স্যতি বলছি জান,আমি মিথ্যা বলি নাই।
আমি কোথাই গেলে পাবো বলো,কোথাই হারাই
স্বার্থপর হয়েছি আমি,নিঃস্বার্থ এ চোখের পানি।
যদি একটা বার বুঝতা ভালোবাসি কতখানি
আমার অন্তর আত্যা মনে শুধু তোমার হাহাকার
ভালোবেসে চইলা গেলা বেবি হইলা না আমার।



Credits
Writer(s): Dx Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link