Antare Jagichho Antarjami

অন্তরে জাগিছ অন্তরযামী, অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি
অন্তরে জাগিছ
অন্তরে জাগিছ

সংসার সুখ করেছি বরণ
সংসার সুখ করেছি বরণ
তবু তুমি মম জীবনস্বামী

অন্তরে জাগিছ
অন্তরে জাগিছ

না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে

তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা
তব শুভ আশিস আসিছে নামি

অন্তরে জাগিছ
অন্তরে জাগিছ অন্তরযামী, অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি
অন্তরে জাগিছ
অন্তরে জাগিছ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link