Tumi Jato Bhar Diyecho

তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা
বন্ধু, সকলই হয়েছে বোঝা
তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা
বন্ধু, সকলই হয়েছে বোঝা

এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও
এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও
ভারের বেগেতে চলেছি কোথায়
এ যাত্রা তুমি থামাও
বন্ধু, এ যাত্রা তুমি থামাও
ভারের বেগেতে চলেছি কোথায়
এ যাত্রা তুমি থামাও
বন্ধু, এ যাত্রা তুমি থামাও

আপনি যে দুখ ডেকে আনি
সে-যে জ্বালায় বজ্রানলে
অঙ্গার করে রেখে যায়, সেথা
কোনো ফল নাহি ফলে
বন্ধু, কোনো ফল নাহি ফলে

তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
শ্রাবণধারায় বেদনার রসে
সার্থক করে প্রাণ
বন্ধু, সার্থক করে প্রাণ
শ্রাবণধারায় বেদনার রসে
সার্থক করে প্রাণ
বন্ধু, সার্থক করে প্রাণ

যেখানে যা-কিছু পেয়েছি কেবলই
সকলই করেছি জমা
যে দেখে সে আজ মাগে-যে হিসাব
কেহ নাহি করে ক্ষমা
বন্ধু, কেহ নাহি করে ক্ষমা

এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও
এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি
এ যাত্রা মোর থামাও
বন্ধু, এ যাত্রা মোর থামাও
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি
এ যাত্রা মোর থামাও
বন্ধু, এ যাত্রা মোর থামাও



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link