Ei Din Kokhon Jeno

এই দিন কখন যেন উড়ে যেতে চায়
ডানার নিবিড় সুখে ছুটির টানে যায়
সেই নির্জনতায় আকাশের আশায়
সে যেন সুর চায় না-বলা কথায়
আধো তিয়াসায়

এই দিন কখন যেন উড়ে যেতে চায়
ডানার নিবিড় সুখে ছুটির টানে যায়

ফেলে আসা রেশ, সাজ বেলার দেশ
গোধূলেই যে শেষ চাঁদের এই আবেশ
ভরা জোছনায় আলো-পিপাসায়
ভরা জোছনায় আলো-পিপাসায়
মন খোঁজে নীড়, দিল খোঁজে তীর
পথ চলা শেষ, ক্লান্ত আবেশ
আজ আকাশের

এই দিন কখন যেন উড়ে যেতে চায়
ডানার নিবিড় সুখে ছুটির টানে যায়
সেই নির্জনতায় আকাশের আশায়
সে যেন সুর চায় না-বলা কথায়
আধো তিয়াসায়



Credits
Writer(s): Sudipto Chatterjee, Chirodeep Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link