Bhoy Hote Tabo Abhoy Majhe

ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে

দীনতা হতে অক্ষয় ধনে
সংশয় হতে সত্যসদনে
দীনতা হতে অক্ষয় ধনে
সংশয় হতে সত্যসদনে
জড়তা হতে নবীন জীবনে
নূতন জনম দাও হে

ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে

আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে
আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে
আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে

অনেক হইতে একের ডোরে
সুখদুখ হতে শান্তিক্রোড়ে
অনেক হইতে একের ডোরে
সুখদুখ হতে শান্তিক্রোড়ে
আমা হতে, নাথ, তোমাতে মোরে
নূতন জনম দাও হে

ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে
ভয় হতে তব অভয়মাঝে
নূতন জনম দাও হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link