Kichhui Chao Na Tumi

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া
এভাবে প্রতিদিনই আমাকে করো ঋণী
আমাকে করো ঋণী

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া
এভাবে প্রতিদিনই আমাকে করো ঋণী
আমাকে করো ঋণী

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া

সবকিছু দিয়ে যখন আমি শূন্য
এক পলকে তুমি আমায় করো পূর্ণ
সবকিছু দিয়ে যখন আমি শূন্য
এক পলকে তুমি আমায় করো পূর্ণ
কিছু না চেয়ে দু'হাত ভরে আমার অনেক পাওয়া
আমার অনেক পাওয়া

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া

সত্যি করে দিলে আমার যত ভাবনা
মন খারাপের কথা আজ নয় থাক না
সত্যি করে দিলে আমার যত ভাবনা
মন খারাপের কথা আজ নয় থাক না
স্বপ্ন দিয়ে দু'চোখ শুধু এভাবে থাক ছাওয়া
এভাবে থাক ছাওয়া

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া
এভাবে প্রতিদিনই আমাকে করো ঋণী
আমাকে করো ঋণী

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া
এভাবে প্রতিদিনই আমাকে করো ঋণী
আমাকে করো ঋণী

কিছুই চাও না তুমি, এই তো তোমার চাওয়া
না থাকুক প্রয়োজন তোমার, তবু কিছু দিতে যাওয়া



Credits
Writer(s): Debaprasad Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link