Dukkho Jodi Na Pabe To

দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে
দহন করে মারতে হবে
দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?

জ্বলতে দে তোর আগুনটারে
ভয় কিছু না করিস তারে
জ্বলতে দে তোর আগুনটারে
ভয় কিছু না করিস তারে
ছাই হয়ে সে নিভবে যখন
জ্বলবে না আর কভু তবে

দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?

এড়িয়ে তাঁরে পালাস না রে
ধরা দিতে হোস না কাতর
দীর্ঘ পথে ছুটে ছুটে
দীর্ঘ করিস দুঃখটা তোর

এড়িয়ে তাঁরে পালাস না রে
ধরা দিতে হোস না কাতর
দীর্ঘ পথে ছুটে ছুটে
দীর্ঘ করিস দুঃখটা তোর

মরতে মরতে মরণটারে
শেষ করে দে একেবারে
মরতে মরতে মরণটারে
শেষ করে দে একেবারে
তার পরে সেই জীবন এসে
আপন আসন আপনি লবে

দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে
দহন করে মারতে হবে
দুঃখ যদি না পাবে তো
দুঃখ তোমার ঘুচবে কবে?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link