Darao Amar Akhir Agey

দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে

সমুখ আকাশে চরাচরলোকে
এই অপরূপ আকুল আলোকে
সমুখ আকাশে চরাচরলোকে
এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে
আমার পরান পলকে পলকে
চোখে চোখে তব দরশ মাগে

দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে

এই যে ধরণী চেয়ে বসে আছে
ইহার মাধুরী বাড়াও হে
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে
দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে

এই যে ধরণী চেয়ে বসে আছে
ইহার মাধুরী বাড়াও হে
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে
দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে

যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া
ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া
যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া
ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে
দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া
তোমারি লাগিয়া একেলা জাগে

দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link