Jani Dekha Hobe

জানি দেখা হবে, জানি দেখা হবে
জানি দেখা হবে তোমার আর আমার
জানি কথা হবে, জানি কথা হবে
জানি কথা হবে আমাদের আবার

মেঘেদের ওই মাঝে আমি উড়ি আকাশে
ডানা মেলি আজও তোমার আশায়
এই শূন্য এত কালো, আর লাগছে না যে ভালো
তাই ভাসছি আমি আজও তোমার মায়ায়

শুধু মিছিমিছি, ভুল বোঝাবুঝি
ভালোবাসা খুঁজি তোমার ঠিকানায়

জানি দেখা হবে, জানি দেখা হবে
জানি দেখা হবে তোমার আর আমার

উড়তে চাইছে সে পাখি আজ আমার আকাশে
ভালোবাসাতে বন্দী আজ করেছি যে তাকে
উড়তে চাইছে সে পাখি আজ আমার আকাশে
ভালোবাসাতে বন্দী আজ করেছি যে তাকে

স্মৃতি শুধু উড়ে ধুলোর এই শহরে
ভালোবাসা ছিল তোমার ওই ছোঁয়ায়

জানি দেখা হবে, জানি দেখা হবে
জানি দেখা হবে তোমার আর আমার

জানি দেখা হবে আবার
জানি কথা হবে আবার
জানি দেখা হবে আবার
জানি কথা হবে আবার



Credits
Writer(s): Priyotosh Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link