Ei Korechho Bhalo Nithur

এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো

এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো

আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো

এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো

যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার

অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো

এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link