Asim Dhan To Achhe

অসীম ধন তো আছে তোমার
তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে
কণায় কণায় বেঁটে
অসীম তো ধন আছে তোমার
তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে
কণায় কণায় বেঁটে
অসীম ধন তো আছে তোমার

দিয়ে রতনমনি
দিয়ে তোমার রতনমণি
আমায় করলে ধনী
এখন দ্বারে এসে ডাকো
রয়েছি দ্বার এঁটে

অসীম ধন তো আছে তোমার

আমায় তুমি করবে দাতা
আপনি ভিক্ষু হবে
বিশ্বভুবন মাতলো যে তাই
হাসির কলরবে
আমায় তুমি করবে দাতা
আপনি ভিক্ষু হবে
বিশ্বভূবন মাতালো যে তাই
হাসির কলরবে

তুমি রইবে না ওই রথে
নামবে ধুলাপথে
তুমি রইবে না ওই রথে
নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে
চলবে হেঁটে হেঁটে

অসীম ধন তো আছে তোমার
তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে
কানায় কানায় বেঁটে
অসীম ধন তো আছে তোমার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link