Basanti Hey Bhubanamohini

বাসন্তী, হে ভুবনমোহিনী

দিকপ্রান্তে, বনবনান্তে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
সরোবরতীরে, নদীনীরে

নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী

বাসন্তী, হে ভুবনমোহিনী

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে
নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে-
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত
ভবনে ভবনে বীণাতান রণ-রণ ঝঙ্কৃত

মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে
নবপ্রাণ উচ্ছ্বসিল আজি
বিচলিত চিত উচ্ছলি-
বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা
ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে

বাসন্তী, হে ভুবনমোহিনী

দিকপ্রান্তে, বনবনান্তে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
সরোবরতীরে, নদীনীরে

নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী
নীল আকাশে, ময়লবাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী

বাসন্তী, হে ভুবনমোহিনী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link