Ek Hate Or Kripan Achhe

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

আসে নি ও ভিক্ষা নিতে, না, না, না
আসে নি ও ভিক্ষা নিতে, না, না, না
লড়াই করে নেবে জিতে পরানটি তোমার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার

মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে
মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে
ও যে আসছে বীরের সাজে

আধেক নিয়ে ফিরবে না রে, না, না, না
আধেক নিয়ে ফিরবে না রে, না, না, না
যা আছে সব একেবারে করবে অধিকার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
ও যে ভেঙেছে তোর দ্বার

এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link